Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
ব্যানার-১০ (বাঁশতলা, সুনামগঞ্জ)
Details

বিয়ে করো সেই মেয়েটিকে, যার জীবনের প্রথম প্রেম ছিল বই। যে মেয়ে দামি জামা-জুতো না কিনে, টাকা বাঁচিয়ে বই কিনে ঘর ভরিয়ে ফেলে। যার আলমারিতে বই রাখতে রাখতে কাপড় রাখার আর জায়গা হয় না। যার মাথায় সবসময় ইপ্সিত বইয়ের একটা তালিকা থাকে, সে তালিকা ক্রমশ বড় হতে থাকে। যে ছোট বয়স থেকেই লাইব্রেরীর সাথে যুক্ত। বইপ্রেমীদের প্রতি অনুরক্ত।