আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত; তাই আগামী দিনে যারা চালকের আসনে বসবে তাদের ছোট থেকে দীক্ষাদান করতে হবে। কেননা, ভিত্তি যদি নড়বড়ে হয় তাহলে এর পরিণাম ভালো হয় না। আর আল্লাহ মনোনীত দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, আর এর পূর্ণাঙ্গ বিধান হলো পবিত্র কোরআন। সর্বশ্রেষ্ঠ এই কিতাব মহানবী (স.)-এর উপর নাযিল হয়। পরকালে জান্নাত পেতে হলে আমাদের অবশ্যই মহান আল্লাহ’র আদেশ-নিষেধ এবং নবীর তরিকা অনুযায়ী চলতে হবে।
তোমাদের জন্য আল্লাহ’র রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে(সূরা: আহযাব-আয়াত ২১)
পৃথিবীর সেরা মানুষ নবীজী। সবার জন্য তিনি অনুপম আদর্শ। শিশুরা হলো আল্লাহর প্রদত্ত আমাদের জন্য নেয়ামত ও বরকত স্বরুপ। রসূল (স.) বলেছেন “শিশুরা হলো জান্নাতের প্রজাপতি”। অন্য হাদীসে আছে নবী করিম (স.) বলেন “শিশুরা আল্লাহর ফুল” (তিরমিযী)। এই ফুল একদিন প্রস্ফুটিত হয়ে সমাজকে মুখরিত ও আলোকিত করবে। আর এ জন্য কিশোর বয়স থেকেই সন্তানের দিকে বিশেষ খেয়াল করা দরকার। আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার দিকে আপনার সমান দৃষ্টি দিতে হবে। আপনার সন্তান কখন, কোথায় এবং কাদের সাথে সময় কাটায় সে দিকে আপনার বিশেষ খেয়াল দেওয়া দরকার। শিশুকাল থেকেই সন্তানদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) বলেছেন “সন্তানকে আদব কায়দা শিক্ষা দেয়া সম্পদ দান করা অপেক্ষা উত্তম” (বায়হাকি)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস