বই : শেখ মুজিব আমার পিতা
লেখিকা : শেখ হাসিনা
শুরুতে বলে নিতে চাই, এই বইটি পড়ে জ্ঞান উৎসাহী পাঠকরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে একটি কথা স্বীকার করবেন যে, তিনি একজন অসাধারণ পাঠক। একজন পাঠকই একজন অসাধারণ লেখকে পরিনত হন। জ্ঞান অন্বেষণে লেখিকার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। একজন রাজনীতিবীদ হয়েও সাহিত্য অঙ্গনে তার পদচারণার মূল দুটি কারণ উদঘাটনের চেষ্টা করলাম। প্রথমত: বঙ্গবন্ধু নিজেও একজন অসাধারণ পাঠক ছিলেন এবং ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর গড়ে তোলা লাইব্রেরিটি পারিবারিক উৎসাহ হিসেবে কাজ করেছে। দ্বিতীয়ত: শেখ হাসিনা ঢাকা বিশ্বাবিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যয়ন করেছেন। তাই সাহিত্য রস আহরণে তার আগ্রহ ছিল অত্যাধিক। পৃথিবীর বহু রাষ্ট্রনায়েকরাই তাদের রাজনৈতিক কর্মকান্ড নিয়ে বই প্রকাশ করার চেষ্ট করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে এর বিপরীত চিত্রই পরিলক্ষিত হয়েছে।ইতিহাসকে ধারণ করার নিয়ামক সৃষ্টিতে বাংলাদেশ অনেক পিছিয়ে। বঙ্গবন্ধুর লিখিত অসমাপ্ত আত্মজীবনীটিও সত্যিকার অর্থেই একটি খন্ডিত ইতিহাস। যেখানে শুধু দেশভাগ থেকে ১৯৬৬ পর্যন্ত ঘটনাসমূহ স্থান পেয়েছে।আজ যদি ১৯৬৯ থেকে স্বাধীনতা কিংবা ১৯৭৫ পর্যন্ত ইতিহাস বঙ্গবন্ধুর স্বরচিত হতো, তাহলে জাতির এ দ্বিধা বিভ্রান্ত এতটা নোংরা পর্যায়ে যেত না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস