বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে ঘিরে রাজনীতির পথে পা রেখেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৯৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার সময় শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বাঁচেন। ১৯৮১ সালে শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচন করা হয়। এরপর দেশে ফিরে আসেন শেখ হাসিনা, হাল ধরেন আওয়ামী লীগের। শেখ হাসিনা দেশে ফিরে আসার আগে-পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল? বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতির ধারা কোন দিকে প্রবাহিত হচ্ছিল এবং প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা রাজনীতির মাঠে যেসব বিপর্যয়ের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, তা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে কেমন প্রভাব ফেলেছিল ইত্যাদি বিষয় আছে বইটিতে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস